বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৪ এএম

৩৩ ঘণ্টা অলস শুয়ে থেকেই পুরস্কার!

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৪ এএম

৩৩ ঘণ্টা অলস শুয়ে  থেকেই পুরস্কার!

বিশ্বজুড়ে প্রতিযোগিতা তো আছে নানা রকমই। এমন কোনো প্রতিযোগিতার নাম কি শুনেছেন, যেখানে শুধু শুয়ে থাকাই কাজ! প্রতিযোগীরা যে সবচেয়ে বেশি সময় শুয়ে থাকবে, সেই প্রথম। ‘লায়িং ফ্ল্যাট’ নামের এ বিচিত্র আয়োজন অনুষ্ঠিত হয়েছে চীনের মঙ্গোলিয়া প্রদেশের বাওতাও শহরে।

চলতি মাসের ১৫ তারিখ বাওতাও শহরের একটি শপিং সেন্টারে শুয়ে থাকার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২৪০ জন। আয়োজকরা সহজ কিন্তু কঠিন একটি নিয়ম করেন। অংশগ্রহণকারীরা শুধু শুয়ে থাকবেন। শুয়ে থেকে তারা খেতে পারবেন, মোবাইল চালানো, বই পড়া, এপাশ-ওপাশও করা যাবে। সহজ এসব নিয়মের পাশাপাশি সবচেয়ে কঠিন নিয়মটি হলোÑ তারা উঠে বসতে পারবেন না এমনকি প্রাকৃতিক ডাকে সাড়া দিতেও যেতে পারবেন না! সময় নিয়ে এ প্রতিযোগিতায় ছিল না কোনো বাধ্যবাধকতা। সবচেয়ে বেশি সময় ধরে শুয়ে থাকা মানুষটি হবেন বিজয়ী।

প্রতিযোগিতা শুরু হবার পর প্রথম ২৩ ঘণ্টা সবাই কাটিয়েছেন আরামেই। বিপত্তি বাঁধে এরপরই। ২৪ ঘণ্টা শেষে ১৮৬ জন প্রতিযোগী নিজেদের প্রত্যাহার করে নেন। ৩০ ঘণ্টা শেষে বাকি ছিলেন অল্প কয়েকজনই। এর মধ্যে আরও কয়েকজন বাদ হয়ে যান। অবশেষে ৩৩ ঘণ্টা ৯ মিনিটের মাথায় বাকি ছিলেন শুধু তিনজন। এর দুই মিনিটের মাথায় তিনজনের একজন উঠে যান। এখন রইল বাকি দুই! বাকি দুজন কাটিয়ে দেন আরও ২০ মিনিট। কিন্তু ৩৩ ঘণ্টা ৩৫ মিনিটের মাথায় দুজনের একজন উঠে গেলে সর্বশেষ মানুষটিকে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ।

মজার এ প্রতিযোগিতা নিয়ে বিতর্কও ছিল। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, বিজয়ী ব্যক্তি বাথরুমে যেন যেতে না হয়Ñ এ জন্য ডায়পার পরে এসেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, শুধু বিজয়ী ব্যক্তিটিই নয়Ñ এমন আরও অনেকেই ডায়পার পরে অংশ নেন!

৩৩ ঘণ্টা ৩৫ মিনিট শুয়ে থেকে বিজয়ী ব্যক্তি লাভ করেন তিন হাজার চাইনিজ ইউয়ান। দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছেন দুই হাজার ইউয়ান আর তৃতীয় ব্যক্তির পকেটে যায় এক হাজার ইউয়ান। অলস শুয়ে থাকার এ প্রতিযোগিতা চীনজুড়ে বেশ আলোচিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ ঘণ্টা ৩৫ মিনিটের লাইভ সম্প্রচার হয়। যা দেখেছিলেন ১০ মিলিয়নেরও বেশি মানুষ।

রূপালী বাংলাদেশ

Link copied!