চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজার বিভিন্ন সড়কে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। ফলে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল এ সময় বন্ধ থাকে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করে।
আন্দোলনে অংশ নেওয়া আবু বক্কর জানান, এ সড়কটিকে মহাসড়ক বলা হলেও এটি প্রকৃতপক্ষে মহাসড়ক নয়। সড়ক অপ্রস্তুত হওয়ার কারণে প্রায়ই দীর্ঘ যানজটে ভুগতে হয়। এ ছাড়া প্রতিদিন সড়কের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণও যাচ্ছে। এরপরও সরকার এই সড়কের দিকে নজর দিচ্ছে না। এ কারণে আমরা অবরোধ করেছি। সড়কটি ছয় লেনের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
অবরোধকারীদের আরেকজন তামিম মির্জা বলেন, দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেনে উন্নীত করার চূড়ান্ত ঘোষণা আসতে হবে। আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই বাস্তবায়ন। ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আমরা ফিরে যাব না।
লোহাগাড়া ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ছয় লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ হয়েছিল। আমরা তাদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে আশ্বাস দিয়েছি যে তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন