ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

৮ দলের সমাবেশে ডা. শফিক

প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন হবে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৫৪ এএম

আট দলের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছে এই ঐক্য আমাদের জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন সংগঠিত হবে।’

গতকাল শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের লালদীঘির ময়দানে আট দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল থেকেই সমাবেশস্থলে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ৮ দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। সেই বিজয় হবে কোরআনের মাধ্যমে। চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে বাণিজ্য করেছে এবং জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ৫ আগস্টের পর বিভিন্ন গোষ্ঠী জনগণের ওপর প্রভাব বিস্তার ও চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় না থেকেও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ গরিব মানুষের রক্তে গড়া দেশ। বনেদি পরিবারের আধিপত্য আর চলবে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ইসলামের বার্তা ছড়িয়ে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘ইসলামি দলগুলো এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে উঠে দাঁড়িয়েছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পরও বৈষম্য দূর হয়নি। ৫ আগস্টের আন্দোলনে হাজারো প্রাণ বিসর্জনের পরও মানুষ মুক্তি পায়নি। আবারও চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, চট্টগ্রাম ইসলামের ঘাঁটি। ৮ দল ক্ষমতায় গেলে দেশের শাসনব্যবস্থা জনগণের হাতে যাবে। বিদেশিরাও এখানে পড়াশোনা করতে আসবে, এমন দেশ গড়ে তুলতে চাই।

৮ দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন ড. আহমদ আবদুল কাদের, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও অন্যান্য সহযোগী সংগঠনের শতাধিক স্থানীয় ও কেন্দ্রীয় নেতা।