ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ে-নাতিসহ ৪ জনের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৫৭ এএম

ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজনÑ মা, মেয়ে ও নাতি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভাঙ্গা শহর থেকে একটি ইজিবাইক শরীফাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণেশ চন্দ্র সাহা জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) এবং রিমুর আড়াই বছরের ছেলে রায়হান। অপর নিহত ব্যক্তি পরিচয়হীন পুরুষ (৫৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।