‘চোর সন্দেহে’ দৃষ্টিপ্রতিবন্ধী জালাল মিয়াকে (২৫) গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জালাল মিয়া উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে। এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর একই গ্রামের উছমান আলীর ছেলে আরফান আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে বুড়দেও গ্রামের ইউনূসের জামার পকেট থেকে টাকা চুরি হয়। চোর সন্দেহে ওই গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী জালালকে নদীতে একটি নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখে বেঁধে নিয়ে আসে একই গ্রামের ইউনূস আলী ও তার সহোদর আরফান আলীসহ কয়েকজন। এরপর তাকে রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।
জিজ্ঞাসাবাদে দৃষ্টিপ্রতিবন্ধী জালাল পুলিশকে জানান, আমি ঘুমিয়েছিলাম। ইউনূস ও তার ছেলে আমাকে ঘুমের মধ্যে পেয়ে বেঁধে নিয়ে আসে। এরপর আমাকে গাছে ঝুলিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নির্যাতনের শিকার দৃষ্টিপ্রতিবন্ধী জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় এসে আমাকে অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরফান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

