শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:০৯ এএম

ট্রাম্পের গোল্ড কার্ডে ধনীদের জন্য সরাসরি নাগরিকত্ব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:০৯ এএম

ট্রাম্পের গোল্ড কার্ডে ধনীদের  জন্য সরাসরি নাগরিকত্ব

** প্লাটিনাম সংস্করণে বিশেষ করছাড়, মূল্য ৫০ লাখ ডলার
 ** কঠোর অভিবাসন নীতি চলছেই, সমালোচনার মুখে নতুন ভিসা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী বিদেশিদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। ওয়েবসাইট অনুযায়ী, কমপক্ষে ১০ লাখ ডলারের বিনিময়ে যাচাই-বাছাই সাপেক্ষে আবেদনকারীরা দ্রুত যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন এবং নাগরিকত্বের সরাসরি পথও খোলা থাকবে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘উল্লেখযোগ্য উপকার’ বয়ে আনার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য। তিনি বলেন, আমাদের মহান আমেরিকান কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভা ধরে রাখতে পারবে। যারা ৫০ লাখ ডলার দিতে পারবে, তারা নতুন চাকরিও সৃষ্টি করবে। এটি এক প্রকার সস্তা চুক্তি।

গোল্ড কার্ডের সঙ্গে উচ্চমানের ‘প্লাটিনাম’ সংস্করণ আসছে, যার মূল্য ৫০ লাখ ডলার এবং বিশেষ কর-সুবিধা থাকবে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়, আবেদনকারীদের ১৫ হাজার ডলার অফেরতযোগ্য প্রসেসিং ফি দিতে হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি কর্মীদের স্পন্সর করে তবে তাদের ২০ লাখ ডলার এবং অতিরিক্ত ফি দিতে হবে।

কঠোর অভিবাসন নীতি ও সমালোচনা : এই ঘোষণার সময় ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিকে আরও কঠোর করেছে। এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলারে উন্নীত করা হয়েছে, নথিপত্রবিহীন অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং ১৯টি দেশের নাগরিকদের আবেদন স্থগিত রাখা হয়েছে। সমালোচকরা বলছেন, গোল্ড কার্ড ধনীদের অন্যায়ভাবে সুবিধা দেবে।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এই প্রকল্প সাধারণ অভিবাসীদের প্রতি অসংগতিপূর্ণ এবং বৈষম্যমূলক। যদিও ট্রাম্প বলেন, প্রকল্পটির লক্ষ্য উচ্চমানের, উৎপাদনশীল পেশাজীবীদের আকর্ষণ করা। তিনি দাবি করেছেন, এক কোটি গোল্ড কার্ড বিক্রি করা হলে বাজেট ঘাটতি কমানো সম্ভব।

গ্রিন কার্ডের সঙ্গে তুলনা : গোল্ড কার্ডকে ট্রাম্প গ্রিন কার্ডের সঙ্গে তুলনা করেছেন। সাধারণত গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য যোগ্য হন, আর কোনো উপার্জন সীমা বাধ্যতামূলক নয়। তবে গোল্ড কার্ড বিশেষভাবে ধনী ও দক্ষ পেশাজীবীদের জন্য।

ট্রাম্প বলেন, আমরা এমন মানুষ চাই যারা উৎপাদনশীল। যারা দেশে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে, তাদের জন্য এটি রেকর্ড সময়ে নাগরিকত্বের পথ খুলে দেবে।

নিষিদ্ধ দেশ ও অতিরিক্ত ফি : প্রকল্পের আওতায় নির্দিষ্ট কিছু দেশ থেকে আবেদনকারীদের জন্য সীমিত সুবিধা এবং অতিরিক্ত ফি ধার্য হতে পারে। আবেদনকারীর নথি যাচাইয়ে অসংগতি দেখা দিলে সরকার অতিরিক্ত ফি নিতে পারে।

গোল্ড কার্ড প্রকল্প ধনী ও দক্ষ বিদেশিদের দ্রুত মার্কিন নাগরিকত্ব এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে। তবে এটি সমালোচনার মুখে এবং কঠোর অভিবাসন নীতির প্রেক্ষাপটে কার্যকর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!