অস্পষ্ট হুইসেলের মতো কে যেন
মিশে যাচ্ছে অন্ধকারের মেঘে..
শুধু পড়ে আছে একজোড়া
মৃদু মৃত চোখ এবং হীনম্মন্য হিয়া!
আমি হৃদয়কে প্রভাতি অরুণের মতো
জীবন্ত করলাম, এবং তোমার দৃষ্টিতে
গেঁথে দিলাম এই কুড়িয়ে পাওয়া চোখ-
এখন থেকে তুমি কাঁদতে পার
বৈশাখী বৃষ্টির মতো এবং
দেখতে পার-
কারো সামান্য দাঁড়িয়ে থাকার মাঝেই
লুকিয়ে আছে অব্যক্ত মমতার টান!
আপনার মতামত লিখুন :