নগ্ন সময়ের শরীর জুড়ে বৈরী হাওয়ায়
উড়ে যাচ্ছে লজ্জা শরম,
অশ্লীলতার প্রতিযোগিতায় মেতে উঠেছে সময়।
উল্লাসে আঁচল উড়িয়ে ফিকফিক করে হাসে
অশ্লীলতার নির্লজ্জ বেহায়া ঠোঁট।
মানুষের হৃৎপি-ে হিংস্রতার কারুকার্য
মানবিক মূল্যবোধ হারিয়ে মানুষ-
পঙ্গপালের মতো ছুটছে স্বার্থ ও অশ্লীলতার পিছু।
অশ্লীলতার রাজত্বে মানুষ ডুবে যাচ্ছে
পাপের অতল গহীন সমুদ্রে।
বধির হৃদয় নিয়ে ছুটে যাচ্ছে আঁধারের পথে
কেন উদারতা, সহানুভূতি, লজ্জা, ন্যায়নীতি
হারিয়ে যাচ্ছে মানুষের হৃদয় হতে?
আপনার মতামত লিখুন :