প্রিয় অজ্ঞাতা,
আমি কোনো পেশাদার
কাব্যকার, কিংবা পোয়েট নই।
জানানা অপরাধে সাজাপ্রাপ্ত,
অন্ধকার জেলের বন্দি।
শুধুই ধুয়ে-মুছে যাওয়া,
গোঁটা করে গুছানো পাতা
ছাড়া আর বেশি কিছু নয়।
আমি এক ভীষণ প্রণামি,
আব ভেজা চোখের জলে,
তোমার স্মৃতিতে প্রণয় খুঁজি।
তোমার সুরাঙ্গীতে লুন করি,
অদূর, অদূর আশমান থেকে
ঝরে পড়া বৃষ্টির নিচে।
আমি এক বেনামি নাগর,
আবেগ-নির্ভর ভাবনাগুলো,
সবই বঞ্চ প্রহারের তোমার
জন্য প্রেমের অনুভূতি।
অপরাধী আমরা,
তার আর শরীর মনের চাহিদা!
ভালোলাগে অথবা দূর থেকেই,
প্রণয়ের বিলাপে তোমাকে রাখি।
আপনার মতামত লিখুন :