হার নামা
হাফিজুর রহমান
হেরে গেলে, রেগেমেগে গালিগালাজ করে!
ঠিক যতটা উত্তপ্ত হয়ে জ্বলছিলে 
ফুঁসে উঠেছিলে- চরমভাবে অপমান করতে 
গিলে খেয়ে ফেলতে চেয়েছিলে সম্মান। 
গালিগালাজের প্রতিত্তোরও পেলে একসময় 
অপেক্ষাকৃত বেশিই- শীতল স্বভাবের
দেওয়া হলো সম্মান, মর্যাদা পেলে মানুষের;
আবারও দ্বিতীয়বারের মতো হেরে গেলে!
তৃতীয়বার হারতে না চাইলে চুপ করে থাক
জিতেও যেতে পার-মন্দের ভালো হতে।
নইলে তোমার, ‘চরম বিপর্যয়ের হবে এই হার।’

 
                            -20250905014848.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন