প্রেমের যেসব ভাষা উচ্চারণে ধরা দেয় না, আবু ইউসুফের কবিতায় তা রয়ে গেছে অক্ষরে অক্ষরে। তরুণ এই কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘আমাকে নেয়নি কোনো নিঃসঙ্গ পায়রা’ প্রকাশিত হচ্ছে অক্টোবরেই। প্রকাশনায় রয়েছে ঋতুরঙ্গ প্রকাশনী।
নিঃশব্দ সম্পর্ক, স্মৃতি, শরীরের অন্তঃসলিলা আকাক্সক্ষা কিংবা অভিমানের দীর্ঘ অপেক্ষা; সব মিলেই গড়ে উঠেছে বইটির পঙ্ক্তিমালা। কবি নিজেই লিখেছেন, ‘এই বই কোনো উত্তর দেয় না, কেবল নিঃশব্দে পাশে বসে থাকে; শোনে আমাদের অক্ষমতাগুলো, যেখানে আমরা নিজেরাই কখনো আমাদের হয়ে উঠতে পারি না।’ এখানে প্রেম আছে, তবে সরলরৈখিক নয়। আকাক্সক্ষা আছে, কিন্তু তা শুধু দেহে আটকে নেই। আর আছে অনুপস্থিতির গভীর ছায়া যা কখনো ঘুম ভাঙায়, আবার কখনো কবিতার জন্ম দেয়। বই প্রসঙ্গে কবি বলেন, ‘কবিতার ভেতরে জমে থাকা নিঃশব্দ সংলাপকে সযতেœ ধরে রাখার চেষ্টা এই বই।
প্রতিটি কবিতা যেন এক বিদায়, আবার প্রতিটি উচ্চারণে যেন লুকিয়ে আছে ফেরার দরজার সম্ভাবনা।’
বইটির প্রচ্ছদ করেছেন উসমান আল আহনাফ। দাম রাখা হয়েছে ২৪০ টাকা। পাঠকের সুবিধার্থে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে। ইতোমধ্যেই প্রি-অর্ডার শুরু হয়ে গেছে; পাঠকরা পাচ্ছেন ৩০ শতাংশ ছাড়ে মাত্র ১৭০ টাকায়।