শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৫৯ পিএম

মিটফোর্ডে সোহাগ হত্যা আরও ২ আসামি গ্রেপ্তার তিন দিনের রিমান্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৫৯ পিএম

মিটফোর্ডে সোহাগ হত্যা আরও ২ আসামি গ্রেপ্তার  তিন দিনের রিমান্ড

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম নামের এ দুই আসামিকে তিন দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বুধবার ভোরে কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। ওসি বলেন, শুনানি শেষ ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তিন দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ফটকের কাছে ৩৯ বছর বয়সি ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে পুলিশ করে অস্ত্র মামলা।

এখন পর্যন্ত এ মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা হলেন মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম। এদের মধ্যে গত ১৭ জুলাই লম্বা মনির, আলমগীর ও টিটন এবং ১৯ জুলাই সজীব ও ২০ জুলাই মহিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!