তুরস্কের ইস্তাম্বুলে সর্বশেষ শান্তি আলোচনার পরপরই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে এসব হামলার খবর জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। তিন বছর ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মাঝেই এমন হামলা শান্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর উপকূলে একজন নিহত ও একজন আহত হন। হামলায় একটি তেল মজুতকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রাশিয়াও পাল্টা ওডেসা বন্দরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এতে শহরের বহু আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও আগুন ধরে যায়। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সোচির কাছে অ্যাডলারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক নারী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় সিরিয়াস জেলার প্রশাসন জানিয়েছে, এক ড্রোন হামলায় একটি তেল সংরক্ষণ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত জানানো হয়নি। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (রোসাভিয়াটসিয়া) জানিয়েছে, এ ঘটনার পর সোচি বিমানবন্দরের কার্যক্রম চার ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়। ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, একাধিক ড্রোন হামলায় একটি বহুতল ভবনের দুটি তলা আগুনে পুড়ে যায়। একটি পেট্রোল পাম্প, ছোট দোকান এবং একটি দোতলা বাসার ছাদে আগুন লাগে।
আপনার মতামত লিখুন :