শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৯ এএম

কিংবদন্তি রেসলার হাল্ক হোগানের প্রয়াণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৯ এএম

কিংবদন্তি রেসলার হাল্ক হোগানের প্রয়াণ

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পেশাদার রেসলার হাল্ক হোগান আর নেই। ২৪ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। হোগানের ম্যানেজার ক্রিস ভোলো এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানান, মৃত্যুর সময় তার পরিবার-পরিজন পাশে ছিল। গত কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল। হোগানের স্ত্রী স্কাই স্বামীর কোমায় থাকার গুজব অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপি- ‘সবল’ আছে। রেসলিংয়ে হাল্ক হোগানের অভিষেক হয় ১৯৭৭ সালে। আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন তিনি। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন।

হাল্ক হোগান প্রফেশনাল রেসলিংকে বিলিয়ন ডলার মূল্যের পরিবারবান্ধব বিনোদনে রূপান্তরিত করতে সহায়তা করেন। লাল-হলুদ পোশাক ‘রিয়েল আমেরিকান’ শিরোনামের প্রবেশ সংগীত ও ‘হাল্কাম্যানিয়াক’ নামে পরিচিত বিশাল ভক্তবাহিনীর জন্য তিনি বিখ্যাত ছিলেন। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পরও তিনি রেসলিং চালিয়ে গেছেন। আশির দশকে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও ২৯৫ পাউন্ড ওজনের এই রেসলার ছিলেন ভিন্স ম্যাকম্যাহন জুনিয়রের কোম্পানির প্রধান মুখ।

হোগানের প্রভাব চলচ্চিত্র, টেলিভিশন, ভিডিও গেম, মার্চেন্ডাইজ এমনকি একটি পাস্তা রেস্তোরাঁর চেইনসহ পপ সংস্কৃতির প্রতিটি কোনায় পৌঁছেছিল। তবে নানা সমালোচনায়ও জড়িয়েছেন হোগান। বর্ণবাদী মন্তব্যের জন্য ডব্লিউডব্লিউই ‘হল অব ফেম’ থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৮ সালে তিনি ফের সেখানে ঠাঁই পান। ২০১৬ সালে ফ্লোরিডার একদল জুরি গকার মিডিয়ার বিরুদ্ধে করা সেক্স টেপ মামলায় হোগানকে ১১৫ মিলিয়ন ডলার দেওয়ার রায় দেয়। এরপর শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ২৫ মিলিয়ন ডলার যোগ করে। হোগান ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০৫ সালে প্রথমবার ডব্লিউডব্লিউই ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছিলেন তিনি।

এদিকে ডব্লিউডব্লিউই এক্সে হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়ে লিখেছে, ‘পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউইকে বিশ^ব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেন। ডব্লিউডব্লিউই হোগানের পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!