ভুটান লিগে বাংলাদেশি নারী ফুটবলাররা একের পর এক ম্যাচে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন। বিদেশের মাঠেও গোল উৎসবে মেতেছেন তারা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থিম্পু এফসি ২৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গেলেফু সিটিকে। এই জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দা একাই করেছেন ৮ গোল।
আর ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র করেছেন ৪ গোল। ফলে দলীয় ২৩ গোলের মধ্যে ১২ গোলই বাংলাদেশের দুই নারী তারকা খেলোয়াড়ের।
৮ গোল করে ম্যাচ-সেরা হয়েছেন মারিয়া মান্দা। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে মারিয়া বলেন, ‘নিজেও অনেক গোল করেছি, দলও জিতেছে, আবার ম্যাচ-সেরাও হয়েছি। সব মিলিয়ে ভালোই লাগছে।’ মারিয়া মান্দা করেছেন ডাবল হ্যাটট্রিক আর শামসুন্নাহারের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাল থিম্পু। থিম্পু এফসিতে বাংলাদেশের তিন ফুটবলার খেলেন মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদা আক্তার।
এদিন ম্যাচে সানজিদা ছিলেন না। তিনি বর্তমানে ঢাকায় কোচিং কোর্সে অংশ নিচ্ছেন। ভুটান নারী লিগে একপেশে স্কোরলাইনের ম্যাচ এখন নিয়মিত দৃশ্য। গত সপ্তাহেই সাবিনা খাতুন ও ঋতুপর্ণাদের পারো এফসি ২২-০ গোলে জিতেছিল। এদিন সেই রেকর্ডও ছাড়িয়ে গেল থিম্পু এফসি। বাংলাদেশি ফুটবলারদের ধারাবাহিক পারফরম্যান্স ভুটান লিগে যেমন চোখে পড়ছে, তেমনি দেশের নারী ফুটবলের জন্যও বয়ে আনছে ভালো বার্তা।
আপনার মতামত লিখুন :