শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৫২ এএম

ভারতের কোচ হতে চেয়েছিলেন জাভি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৫২ এএম

ভারতের কোচ হতে চেয়েছিলেন জাভি

ভারতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন জাভি হার্নান্দেজ। এমন খবরই প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। খবরে বলা হয়, ভারত দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন জাভি। তার সঙ্গে প্রার্থী ছিলেন ভারতীয় ফুটবলের পরিচিত মুখ সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের তারকা হ্যারি কিউয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজার স্টিভ কিন, দেশি কোচ খালিদ জামিল এবং ভারতে কাজ করা আরও অনেকে।

বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ জাভি, যিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে সাত শতাধিক ম্যাচ খেলেছেন। উল্লেখযোগ্যভাবে অন্য আবেদনকারীদের মতো তার যোগাযোগ নম্বর দেওয়া ছিল না।

শুধু দেখা গেছে, আবেদনটি পাঠানো হয়েছে তার ব্যক্তিগত ই-মেইল থেকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পল স্বীকার করেছেন ঘটনাটি। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, জাভির নাম সত্যিই তালিকায় ছিল। তার তরফ থেকে একটি ই-মেইল এসেছিল এআইএফএফে।

এই তথ্য সামনে আসার পর ভারতীয় ফুটবল মহলে শোরগোল পড়ে গেছে। জাভি সম্প্রতি কাতারের আল-সাদ এবং পরে বার্সেলোনায় কোচিং করিয়েছেন। এমন একজন বিশ^খ্যাত ফুটবল ব্যক্তিত্ব ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন বিষয়টি অভাবনীয় বলেই মনে করছেন অনেকে।

ভারতীয় দলকে প্রশিক্ষণ দিতে জাভি আগ্রহ প্রকাশ করলেও তার কথা ভাবছেন না ফেডারেশন কর্মকর্তারা। কারণ জাভিকে কোচ করতে হলে যে টাকা দরকার, তা দেওয়া সম্ভব নয়। সংবাদমাধ্যমকে ফেডারেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘জাভি আগ্রহ প্রকাশ করেছিলেন। হয়তো তাকে রাজিও করানো যেত।

কিন্তু তাকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে, তা সামলানো কঠিন।’ স্পেনের হয়ে খেলা সাবেক মিডফিল্ডার জাভি তার খেলোয়াড়িজীবনে গড়েছেন ঐতিহাসিক সাফল্য। ২০১০ সালে জিতেছেন ফিফা বিশ^কাপ, আর দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। বার্সেলোনার হয়ে ২৫টি ট্রফি জেতেন, যার মধ্যে রয়েছে ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পজিশন-ভিত্তিক ফুটবলের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত জাভি বার্সেলোনার মধ্যমণি ছিলেন একসময়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!