মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান পরিচালনা করে ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার জোহরের পাসির গুদাংয়ের তানজুং ল্যাংসা নামক একটি সাইট থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জোহর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বৈধ পারমিট বা পাস ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি কাজ করছেন বলে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে, মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি নাগরিকের কাগজপত্র তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন; যাদের বয়স ২১ থেকে ৬৩ বছর। এ ছাড়া আটক করা হয়েছে প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকে।
পরিচালক বলেন, ১৯৫৯/৬৩ ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি)-এর অধীনে আরও তদন্তের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যারা বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ এবং অবস্থান করছে। তারা ১৯৫৯/৬৩ ইমিগ্রেশন আইনের ধারা ১৫(১)(সি)-এর অধীনে, যা পাস বা পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে বা বাতিল হওয়ার পরেও মালয়েশিয়ায় অবস্থান করছে।
মোহাম্মদ রুসদি বলেন, ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর রেগুলেশন ১১(৭)(এ) অনুসারেও তদন্ত করা হচ্ছে, যা সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) এবং ইমিগ্রেশন রেগুলেশনস ৩৯(বি)-এর অপব্যবহার করছে। আটক ব্যক্তিরা ১৯৬৩ সালের পাসের শর্ত লঙ্ঘন করেছেন।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                            -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন