চার বিদেশি নিশ্চিত হয়েছেন। স্থানীয় খেলোয়াড়ও যোগ দিয়েছেন। তাই আজ থেকে ক্যাম্প শুরু করছে প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম ক্লাব ফর্টিজ এফসি। কোচ মাসুদ পারভেজ কায়সারের তত্ত্বাবধানে ফর্টিজের নিজের মাঠেই অনুশীলন শুরু করবেন ফুটবলাররা। ৩৫ বছর পর দেশের ঘরোয়া ফুটবলে কোনো শ্রীলঙ্কানকে দেখা যাবে এবার।
লঙ্কান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলকিপার দীর্ঘদেহী সুজান পেরেরাকে তারা টেনেছে। এর আগে আশির দশকে ঢাকার ফুটবল লিগে শ্রীলঙ্কান ফুটবলারদের মধ্যে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন পাকির আলী ও প্রেমলাল এবং মোহামেডানের হয়ে খেলেছেন অশোকা।
দীর্ঘ সময় পর আবার কোনো শ্রীলঙ্কান ফুটবলার বাংলাদেশের শীর্ষ লিগে খেলবেন। এ ছাড়া আগের মৌসুমে খেলা দুই গাম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার পা ওমর ও সেন্টার ব্যাক ইসা জালোকে রেখে দিয়েছে ক্লাবটি। এ ছাড়া নাইজেরিয়ান স্ট্রাইকার ওকাফোরকে আনছে তারা।
ক্লাবটির ম্যানেজার রাশেদুল ইসলামের কথা, ‘আগামীকাল (আজ) থেকে আমরা নতুন মৌসুমের অনুশীলন শুরু করছি। স্থানীয় ফুটবলাররা রিপোর্ট করেছেন। তবে বিদেশিদের আসতে আরও দুই সপ্তাহ সময় লাগবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন