আস্থা লাইফ ফরিদপুর ব্র্যাঞ্চের বোয়ালমারী থানাধীন নিবাসী মো. মফিজুর রহমান মৃধার (জাহাঙ্গীর) অকালমৃত্যুতে পরিবার সব ডকুমেন্টস সাবমিট করার মাত্র তিন কার্য দিবসে মৃত্যু দাবি নিষ্পত্তি করেন প্রতিষ্ঠানের সম্মানিত সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)। এ সময় অন্যদের মধ্য গ্রাহক প্রতিনিধি হিসেবে মো. বিল্লাল মৃধা, ব্র্যাঞ্চ ইনচার্জ ফরিদপুর। হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং সামিরা ইউনূস ও হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নমিনি হিসেবে চেকটি গ্রহণ করেন গ্রাহকের মেয়ে শিউলি খানম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন