চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত।স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সল্টগোলা এলাকায় হঠাৎ একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে এসআই আবু সাঈদ রানার ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসী শাকিল। এ সময় এসআই রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশের একাধিক কর্মকর্তা ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচজনের একটি দল সেখানে গিয়েছিল। পুলিশ দেখে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলবে।