কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত সোমবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত থেকে এসব গাঁজা জব্দ করা হয়। তবে গাঁজা জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাশিপুর বিওপির আওতাধীন ধর্মপুর বেপারীটারি নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ধাওয়া দিলে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।