ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট ২০২৫)

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৭:০৬ এএম
ছবি- সংগৃহীত

আজ খেলাপ্রেমীদের জন্য টেলিভিশন জুড়ে থাকছে বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ। ক্রিকেট থেকে ফুটবল সব ধরনের উত্তেজনা উপভোগ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

উয়েফা সুপার কাপ
পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)
সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)
সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস
সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২