ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশুর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:৪৯ এএম
প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সি হিমি নামে এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে বেলমন্ট লেক স্টেট পার্কে এ ঘটনা ঘটে। 

হিমিদের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিন ভাইবোনের মধ্যে হিতৈষী প্রার্থনা রায় হিমি ছিল মেজো।

হিমির বাবা হৃষিকেশ রায় জানান, রোববার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। তার পেছনেই আসছিল একমাত্র কন্যা হিমি। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলে ধাক্কা লাগে হিমির শরীরে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।