ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাজারীবাগে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:৪২ এএম

রাজধানীর হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারহানা শারমিন (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  গতকাল বুধবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফারজানা শারমিনের বাড়ি রংপুর জেলার বাড়ি কোতোয়ালি থানার কেরানিপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত মশিউর রহমান ফারুক। বর্তমানে তিনি পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় থাকতেন।

হাজারীবাগ থানার এসআই মো. জাহিদ হাসান জানান, ভোরে হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডির শংকর এলাকার হক গার্মেন্টসের সামনের পাকা রাস্তার ওপর থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে জানা যায়, নিহত ফারহানা শারমিন পেশায় একজন থেরাপিস্ট। ৫ বছর আগে তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেন। গতকাল স্বামীর সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে একটি বাসায় বসে সমাধানের চেষ্টা করলেও সেখানে সমাধান হয়নি। পরে ওই নারী তার বাসার ছাদ থেকে ভোরে লাফিয়ে পড়ে মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।