সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ ও দোসরদের কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বঞ্চিতরা।
বক্তারা বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করলাম আমাদের নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ-সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদ-পদবি ভাগিয়ে নিয়েছেন। অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগিদের কমিটিতে স্থান দিতে দলের তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানান।