ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মেশিন বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:২২ এএম

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় ও পল্লি সেবা সংঘের (পিএসএস) বাস্তবায়নে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় উপজেলা পল্লি সেবা সংঘ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে ১৬ জন নারী উদ্যোক্তাকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পল্লি সেবা সংঘের সভাপতি ও সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। পল্লি সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমুখ।