ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:৩৪ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ ঘরোয়ার অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিলেও, দলগতভাবে এখনো বেশ পিছিয়ে টাইগাররা। সে কারণে পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি।

পাওয়ার হিটিংয়ের জন্য বিশ^ ক্রিকেটে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতিমধ্যে ঢাকায় এসে কাজে নেমে পড়েছেন এই ইংলিশ কোচ। পুরুষ ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করার আগে দেশের নারী ক্রিকেটাদের কোচিং করাবেন উড। বাংলাদেশে আসার পর তিনি তিন দিন নিগার সুলতানা জ্যোতিদের দীক্ষা দিয়েছেন। আরও দুই দিন তাদের সঙ্গে কাজ করার কথা রয়েছে এই পাওয়ার হিটিং বিশেষজ্ঞের। পাওয়ার হিটিংয়ে দক্ষতার লক্ষ্যে ক্যাম্পে থাকা ২০ জন নারী ক্রিকেটার নিয়ে কাজ করছেনে উড। মূলত কীভাবে পাওয়ার জেনারেট করতে হয়, তা ক্রিকেটাদের শেখাচ্ছেন নতুন এই কোচ। এদিকে (মঙ্গলবার) দেশের প্রথম সারির কোচদের সঙ্গেও বৈঠকে বসেছিলেন উড। যেখানে পাওয়ার হিটিংয়ের নানা কৌশল, ড্রিল ও পরাশক্তি দলগুলোর উন্নতি করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে দেশীয় কোচদের নিয়ে বিশেষ কর্মশালা করেন জুলিয়ান উড। এ কর্মশালায় বিসিবির একাডেমিতে বিশেষ ক্লাস নিয়েছেন তিনি। তার ক্লাসে উপস্থিত ছিলেন বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচেরা। বাংলাদেশ দলের বর্তমান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, তুষার ইমরান, তারিক আজিজ, তালহা যুবায়ের, ওয়াহিদুল গনি, নাফিস ইকবাল, সোহেল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের নিয়ে কাজ শুরুর আগে কোচদের পাওয়ার হিটিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিয়েছেন উড। শিগগিরই জাতীয় দলের ব্যাট-বলের ক্যাম্প শুরু হলে সিলেটে ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন এই কোচ।