ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

শচীনপুত্রের বাগদান সম্পন্ন, পাত্রী নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১১:০১ এএম
ছবি : সংগৃহীত

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। সম্প্রতি মুম্বাইয়ের সুপরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

বুধবার ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

মুম্বাইয়ের ঘাই পরিবার খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল ব্যবসার জন্য বিখ্যাত। তাদের মালিকানায় রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মতো সুপরিচিত প্রতিষ্ঠান।

২৫ বছর বয়সী বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল এবং গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। যদিও ক্রিকেট মাঠে তার বাবার মতো সাফল্য এখনো আসেনি, তবুও তার ১৭টি প্রথম শ্রেণির এবং ১৮টি 'লিস্ট এ' ম্যাচের অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে, সানিয়া একজন সফল ব্যবসায়ী। তিনি পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একাধিক প্রতিষ্ঠানের দেখাশোনা করেন এবং আড়ম্বরপূর্ণ জীবনযাপন থেকে দূরে থাকতেই পছন্দ করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, অর্জুনের বড় বোন সারা টেন্ডুলকারকে নিয়ে সম্প্রতি মিডিয়ায় প্রেমের গুঞ্জন তুঙ্গে। ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে সারার সম্পর্কের কথা শোনা গেলেও, দুই পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।