ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্কুলে অবরুদ্ধ শিক্ষক

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:৫৮ এএম
অবরুদ্ধ শিক্ষক ফজলু প্রামাণিককে পুলিশ উদ্ধার করে। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে ফজলু প্রামাণিক (৪৮) নামে শিক্ষককে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে পাংশা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা স্কুল শিক্ষক ফজলু প্রামাণিকের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বিদ্যালয়ের প্রধান গেট ও জানালার গ্লাসও ভেঙে গেছে।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ফজলু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছেন। তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার প্রয়োজন নেই, আমরা তার পদত্যাগ চাই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।