ইউরোপিয়ান ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাট বদলে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে।
শুধু তাই নয়, প্রথমবারের মতো এই টুর্নামেন্ট ইউরোপের বাইরে, বিশেষত যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে আয়োজিত হতে পারে।
বর্তমানে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ জয়ী দলগুলো একটি ম্যাচের মাধ্যমে শিরোপার জন্য লড়াই করে।
কিন্তু নতুন প্রস্তাবিত ফরম্যাটে এই দুটি দলের সঙ্গে যুক্ত হতে পারে কনফারেন্স লিগ জয়ী এবং অন্য কোনো ইউরোপীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।
একাধিক ম্যাচ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে মৌসুমের শুরুতে এক ধরনের 'কার্টেন রেইজার' বা উদ্বোধনীর মতো করে সাজানো হতে পারে।
উয়েফার এই নতুন পরিকল্পনার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, টুর্নামেন্টটি ইউরোপের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বড় বড় স্টেডিয়ামগুলো সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে।
উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, ইউরোপের বড় ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে আয়োজন করা এখন 'সম্ভব'।
এদিকে, স্পেনের ফুটবল ফেডারেশন ২০২০ সাল থেকে তাদের সুপার কাপ সৌদি আরবে চার দলের অংশগ্রহণে সফলভাবে আয়োজন করে আসছে। উয়েফার নতুন পরিকল্পনায় স্প্যানিশ সুপার কাপের এই মডেলের প্রভাব থাকতে পারে।
এর আগে, প্রথম উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালে আয়াক্স ও এসি মিলানের মধ্যে, যা দুই লেগে আয়োজন করা হয়েছিল। ১৯৯৮ সাল থেকে এটি একক নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে আসছে।