সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক ছাপিয়ে খবরের শিরোনাম হলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
জানা গেছে, এবারের এশিয়া কাপে তার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে (সেনাবাহিনী) দান করবেন।
ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি না নিয়েই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা। এর কারণ হিসেবে জানা যায়, এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে তারা ট্রফি নিতে চাননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রফি না পাওয়ার বিষয়টি নিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন সূর্যকুমার। তিনি বলেন, আমরা এক ঘণ্টা ধরে অপেক্ষা করলাম, কিন্তু ট্রফি না নিয়েই মাঠ ছাড়তে হলো—এটা সত্যিই হতাশার।
তিনি আরও বলেন, আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।
দীর্ঘ অপেক্ষার পর শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ব্যক্তিগত পুরস্কার ভারতীয়রা সংগ্রহ করলেও, একপর্যায়ে মেডেল বিতরণ শেষে এশিয়া কাপের ট্রফি ও মেডেল না নিয়েই ভারতীয় দল মাঠ ত্যাগ করে।