ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাসিত আলী

বাবর-রিজওয়ানকে দিয়ে ক্রিকেট নয়, বিজ্ঞাপন করানো উচিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের সাম্প্রতিক পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হারার পর তিনি এই দুই তারকাকে দিয়ে আর ক্রিকেট হবে না বলে মন্তব্য করেছেন। তার মতে, এখন তাদের দিয়ে কেবল বিজ্ঞাপন করানো উচিত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর এবং রিজওয়ানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে বাবর ৪৭ এবং রিজওয়ান ৫৩ রান করলেও পরের দুই ম্যাচে তারা পুরোপুরি ব্যর্থ হন।

দ্বিতীয় ওয়ানডেতে বাবর ডাক মারেন এবং রিজওয়ান করেন ১৬ রান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রিজওয়ান গোল্ডেন ডাক মারেন এবং বাবর মাত্র ৯ রান করে আউট হন।

পাকিস্তান ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে অল-আউট হয়ে যায় এবং ২০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বাবর এবং রিজওয়ানের সমালোচনা করে বলেন, ‘ওরা ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেচেই খাচ্ছে। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।’

তিনি আরও বলেন, ‘ওরা কোচদের কথা শোনে না। কোচ যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে।’ এই দুই ক্রিকেটারকে ফর্মে ফেরাতে ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো ব্যক্তিত্বের প্রয়োজন বলে মনে করেন বাসিত। তবে তার আশঙ্কা, বাবর-রিজওয়ান কাউকে এসব করতে দেবেন না।

বাসিত আলী মনে করেন, বাবরের ফর্মহীনতার পেছনে তার ইগো সমস্যা দায়ী। তবে বাবরের কাজিন কামরান আকমল এই মন্তব্যের সঙ্গে একমত নন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করছি যে, বাবরের মধ্যে কোনো ইগো আমি দেখিনি। সে পরিবারকে সম্মান করে এবং সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মেশে।’ তবে তিনি বাবরকে মাঠে খেলার চেয়ে নিজেকে বড় না ভেবে পাকিস্তানকে সবার ওপরে রাখার পরামর্শ দেন।