‘সব সমস্যা সমাধান করাই কৃতিত্ব নয়, আন্তরিক চেষ্টাই আমার কৃতিত্ব, সাফল্য ও দক্ষতা। দিনের শেষে পৌরসভার সমাধানে ন্যায়পরায়ণ, দক্ষ ও জনবান্ধব পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার কাজ হবে আরও এক্সক্লুসিভ।’— রাঙামাটিতে পৌরসভা কর্তৃক আয়োজিত কর্মশালায় এভাবেই প্রত্যাশা ব্যক্ত করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
বুধবার (১৪ আগস্ট) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন ও পৌরসভার সচিব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিনুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পৌরসভা কেন্দ্রিক যে দায়িত্ব দিয়েছে, তা পালনে সবাই আন্তরিক। যদিও এটি অতিরিক্ত দায়িত্ব হওয়ায় সর্বোচ্চ সেবাপ্রাপ্তি অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখানে সুবিধা হলো—কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকে।
বক্তব্যে তিনি পৌর শহরে গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা, পৌর প্রাঙ্গণে স্থায়ী মঞ্চ নির্মাণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, শহরে প্রবেশমুখে ডাম্পিং স্টেশন ও ময়লার ভাগাড় সমস্যার সমাধান—এসব ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সবার সহযোগিতার আহ্বান জানান।
এ ছাড়া, পর্যটন শহরে বর্তমানে নতুন শৌচাগার নির্মাণের আগে, বিগত সময়ে নির্মিত ৭০টি শৌচাগার উদ্ধার ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।