আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে বাংলাদেশে জাতিসংঘের প্রকল্প সেবার কার্যালয় (ইউএনওপিএস) এবং ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তর (ইউএনআরসিও)। উদযাপনের অংশ হিসেবে যৌথভাবে সংস্থাটি দুটি ১৬তম এসডিজি ক্যাফে আয়োজন করে। গত বৃহস্পতিবার ঢাকাস্থ জাতিসংঘ ভবনে ইউএনআরসিও কার্যালয়ে ‘সম্ভাবনার মুহূর্ত: জলবায়ু ও ক্লিন এনার্জিতে যুব উদ্যোগ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের জন্য এক বিরাট শক্তি। দেশটি বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তবে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক সম্প্রদায়ের অনেক তরুণ-তরুণী এখনো মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার মুখোমুখি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল-জায়েদ (জস)। ‘বাংলাদেশের একটি স্থিতিশীল ও সমৃদ্ধ যুবসমাজের জন্য পরিষ্কার জ্বালানিতে বিনিয়োগ’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ শুধু পরিবেশের জন্যই ভালো নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বুদ্ধিদীপ্ত অর্থনৈতিক পদক্ষেপ।
অনুষ্ঠানে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ভবিষ্যতের দক্ষতা, সবুজ চাকরি, উদ্যোক্তা উদ্যোগ ও পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে নিজেদের মতামত শেয়ার করেন।
ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধারণ বলেন, ‘জলবায়ু ও পরিচ্ছন্ন জ্বালানি সমাধানে তরুণদের নেতৃত্ব দেওয়া শুধু নৈতিক দায়িত্বই নয়Ñ এটি জাতির ভবিষ্যৎ সমৃদ্ধিতে বিনিয়োগ। বাংলাদেশের তরুণদের রয়েছে সৃজনশীলতা, সাহস এবং স্থিতিস্থাপকতাÑ যা এ পরিবর্তনকে এগিয়ে নিতে সক্ষম। আমাদের ভূমিকা হলো তাদের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও অংশীদারিত্ব তৈরি করা।’
সমাপনী বক্তব্যে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞ হর্ষদ গায়কোয়াড বলেন, ‘পরিচ্ছন্ন জ্বালানি কেবল সম্ভাবনাময় নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিস্থাপকতা ও ন্যায্যতার জন্য অপরিহার্য। আর এ পরিবর্তনে তরুণদের কণ্ঠ অন্তর্ভুক্ত করাই বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির পূর্ণ সম্ভাবনা উন্মোচনের চাবিকাঠি।’
বিভিন্ন খাতের প্রতিনিধিদের একই মঞ্চে একত্রিত করে ইউএনওপিএস ও ইউএনআরসিও পুনরায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেÑ যুবসমাজকে অগ্রভাগে রেখে একটি আরও সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য।