ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নেইমারের বাড়িতে জুনায়েদ ইভানের গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:৪৮ এএম
জুনায়েদ ইভান ও নেইমার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ–এর কণ্ঠশিল্পী জুনায়েদ ইভান। প্রতিবছর জন্মদিনে ভক্তদের কাছ থেকে পান অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।

এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। বরং এ বছর সেই ভালোবাসার তালিকায় যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী ও স্মরণীয় মুহূর্ত।

দূর ব্রাজিলে, বিশ্ব ফুটবলের তারকা নেইমারের বিলাসবহুল বাংলোতে বড় পর্দায় বাজলো অ্যাশেজের গান। নেইমারের বাড়ি থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রবিন মিয়া। তিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং নেইমারের বাবার ম্যানেজার।

সুইমিংপুলের পাশ থেকে তোলা সেই ভিডিওতে ভেসে আসছিল অ্যাশেজের জনপ্রিয় গান ‘তামাক পাতা’। ভিডিওর ক্যাপশনে ইভানকে শুভেচ্ছা জানিয়ে রবিন মিয়া আন্তরিক বার্তা লিখেন। ভিডিওটি শেয়ার করে ইভানও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন— ‘ভালোবাসি ভাই! আপনি সুন্দর।’

এ ছাড়া জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার এক পোস্টে ইভান জানান, প্রতিবছরের মতো এবারও তিনি জন্মদিন উপলক্ষে একজন অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন। যা তার ভক্তদের হৃদয়ে আলাদা এক অনুপ্রেরণা হয়ে থাকবে।