বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১২:৪৯ এএম

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে প্রায় ৬ লাখ টাকা জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১২:৪৯ এএম

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে প্রায় ৬ লাখ টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সোমবার জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় এ অভিযান চালানো হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে তিন জেলায় ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তিতাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।  

তিতাস জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বাণিজ্যিক ও ৬৫,২৯৬টি আবাসিকসহ মোট ৬৫,৯৫১টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্নসহ ওই অভিযানসমূহে ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস জানায়, গত সোমবার ঢাকার তুরাগে ছয়টি স্থানে পরিচালিত অভিযানে ৫২টি ডাবল ও একটি সিঙ্গেল আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এ ছাড়া, একটি বাণিজ্যিক বয়লার ও তিনটি বাণিজ্যিক ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে তিন লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে পরিচালিত অভিযানে ২০টি বহুতল ভবন এবং পাঁচটি টিনশেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে প্রায় ২৯০ ফুট অবৈধ পাইপলাইন ও পাঁচটি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আল মদিনা হোটেল অ্যান্ড সুইটস এবং সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবহৃত বার্নার ও অন্যান্য অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং দুটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া, ১৯০টি বাড়িতে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন বলেন, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!