তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথভাবে ‘ইউথ ভয়েস মেকানিজম’-এর (ওয়াইভিএম) নকশা পর্যায় উদ্বোধন করেছে। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হলো, যার লক্ষ্য হলো দেশের সব তরুণের কণ্ঠস্বর নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত করা। গতকাল বৃহস্পতিবার ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অ্যাড-ইন্টারিম) রানা ফ্লাওয়ার্স বলেন, ‘ওয়াইভিএম শান্তিপূর্ণ ও কাঠামোবদ্ধ উপায়ে তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি করবে। এতে তারা সমতা, ন্যায়বিচারসহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতামত জানাতে পারবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘এই উদ্যোগ তরুণদের চাহিদা ও আকাক্সক্ষা বুঝতে এবং নীতি প্রণয়নে প্রতিফলন করতে সহায়ক হবে।’
ওয়াইভিএমের মাধ্যমে বিভাগীয় কর্মশালা, জরিপ, আলোচনা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের মতামত সংগ্রহ করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রান্তিক, আদিবাসী, প্রতিবন্ধী, গ্রামীণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অংশগ্রহণের ওপর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি সচিবালয় এই কার্যক্রম সমন্বয় করবে এবং তরুণ সংগঠন, জাতিসংঘ ও সরকারি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি একটি স্টিয়ারিং কমিটি তরুণদের নেতৃত্বে নকশা প্রক্রিয়াটি তদারকি করবে, যাতে উদ্যোগটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন