শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:২৪ এএম

গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি নৃশংসতা, নতুন করে প্রাণহানি ৪৮ জনের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:২৪ এএম

গাজায় ত্রাণকেন্দ্রে ক্ষুধার্ত মানুষের ভীড়। ছবি- সংগৃহীত

গাজায় ত্রাণকেন্দ্রে ক্ষুধার্ত মানুষের ভীড়। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আবারও রক্তে ভেসেছে পুরো অঞ্চল। শুক্রবার (২২ আগস্ট) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন খাদ্যসাহায্য নিতে আসা সাধারণ মানুষ। একই দিনে অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে এক পরিবারের পাঁচ সদস্য রয়েছে, যারা ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান।এছাড়া মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ মানুষদের ওপর গোলাবর্ষণে নিহত হন পাঁচজন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের জন্য অপেক্ষা করা এক ব্যক্তিও হামলায় নিহত হন।

গাজার আল-তুফাহ এলাকার আল-জারকায় ড্রোন হামলায় দুইজনের মৃত্যু ও কয়েকজন আহত হন। একই দিনে সাবরা এলাকায় ড্রোন আঘাতে চারজন প্রাণ হারান। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলা চালালে শিশুসহ আটজনের মৃত্যু হয়।

শহরের উত্তর-পশ্চিমে আল-শান্তি এলাকায় এক পরিবারের বাড়িতে আঘাত হানলে মারা যান আরও চারজন। জাবালিয়ায় ড্রোন হামলায় নিহত হন চারজন। সাবরা এলাকার আল-ইস্তিজাবা মসজিদের পাশে বিমান হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। জাবালিয়ার আল-নাজলা এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত হন।

শেখ রাদওয়ান এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। একই অঞ্চলের বারাকা শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাবুতে গোলাবর্ষণে এক শিশু নিহত হয় এবং তার মা গুরুতর আহত হন।

রাফাহ শহরে খাদ্যের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ের ওপর বোমা বর্ষণ করলে নিহত হন আরও তিনজন। খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকরা জানান, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ওয়াদি গাজা এলাকায় সাহায্যের অপেক্ষায় থাকা লোকজনের ওপর হামলায় প্রাণ হারান সাতজন, আহত হন অন্তত ১৮ জন। এ ছাড়া গাজার সাবরা ও জাইতুন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, ফিলিস্তিনে ত্রাণ অবরোধ চলায় প্রতিদিনই অনাহারে মৃত্যু অব্যাহত রয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।হামলায় বিপর্যস্ত পুরো উপত্যকায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।এছাড়া অক্টোবর ২০২৩ থেকে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ১২২ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!