বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ আবারও স্থগিত করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাবর্তন রেজিস্ট্রেশনের সময় পুনর্নির্ধারণ, রেজিস্ট্রেশন ফি হ্রাসসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সমাবর্তনের তারিখ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে সমাবর্তনের নতুন তারিখ এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে।
উল্লেখ্য, বেরোবির প্রথম সমাবর্তন প্রথমে নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
পরবর্তীতে তারিখ পুণরায় পরিবর্তন করে ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। এবার সেই তারিখও স্থগিত করা হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন