ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

এএফএমসির উদ্যোগে দ্বিতীয়  জাতীয় মেডি কার্নিভাল অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:৪০ পিএম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) আয়োজনে দ্বিতীয় জাতীয় মেডি কার্নিভাল, সাংস্কৃতিক, আর্ট ও ফটোগ্রাফি ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের এএফএমসি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে আয়োজনে ছিল ডক্টর’স ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেক্টিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ছিল আর্ট এক্সিবিশন। 

এ ছাড়া এএফএমসি ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারকমন্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও আর্টিস্ট। সব শেষে দর্শকদের জন্য এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএসের সার্বিক সহযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের ঐকান্তিক পরিশ্রমে তারুণ্যের জয়ধ্বনি-২০২৫কে প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে ৩৫টির অধিক মেডিকেল কলেজের চার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে ছিলেন চিকিৎসক প্রফেসর ডা. মেহজাবীন হক, ডা. লিয়াকত হোসেন, প্রফেসর ডা. লুৎফুল আজিজ, প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, মেজর জেনারেল (অব.) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দীপক কুমার পাল চৌধুরী প্রমুখ।