ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফের ১২ জেলেকে ধরে নিয়ে  গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৩৯ এএম

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফ উপকূল থেকে ফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গতকাল শনিবার দুপুরে শাহ্পরীর দ্বীপ বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে নৌকাসহ ওই ১২ জেলেকে ধরে নিয়ে যায়। 

অপহৃত জেলেরা হলেনÑ মো. আলি আহমদ (৩৯), মো. আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। এরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। তাদের দ্রুত ফেরত আনার জন্য প্রশাসন কাজ করছে।

আরাকান আর্মির হাতে অপহৃতদের নৌকার মালিক সোলতান আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে নিয়ে যায়। তিনি বলেন, ‘প্রায়ই এমন ঘটনা ঘটছে। এতে জেলেদের জীবন হুমকির মুখে পড়ছে। এই সমস্যার স্থায়ী সমাধান দরকার।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর উপকূল থেকে অন্তত ২৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে অপহৃত হয়েছেন ১৫১ জন। বিজিবির উদ্যোগে এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।