ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন সম্মাননাপত্র তুলে দিচ্ছেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএফডির পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। গত বুধবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।