ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে ধর্মঘট

রাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। ছবি- সংগৃহীত

পোষ্যকোটা পুনর্বহালসহ ৮ দফা দাবিতে দিনব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন শুরু করেছেন।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ৮ দফা দাবিগুলো হলো- ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতার ব্যবস্থা; পরিবহণ ব্যবস্থার উন্নয়ন; শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধিকরণ; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা; অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান; কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশ উন্নয়ন এবং ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ ও নিপীড়কদের দ্রুত বিচার ও শান্তি নিশ্চিতকরণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আমির এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অনেকে বলছেন আমরা পোষ্যকোটার জন্য আন্দোলন করছি। কিন্তু আমরা এই ৮ দফা দাবি নিয়ে কর্মসূচিতে এসেছি। দাবি মেনে নেওয়া হলেই আমরা ফিরে যাব।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘আমাদের দাবির সঙ্গে রাকসুর সঙ্গে কোনো বিরোধ নাই। আমরা চাই দীর্ঘ অচলায়তন ভেঙে রাকসু নির্বাচন হোক। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি করছি।’

প্রসঙ্গত, এর আগে তারা টানা চার দিন একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পরে ২১ আগস্ট জনসংযোগ এবং ২২ এবং ২৩ আগস্ট তাদের দাবি মেনে নিতে প্রশাসনকে সময় বেধে দেয়। প্রশাসন তাদের দাবি না মানায় আজ আবার কর্মসূচি শুরু করেছেন।