ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৫ মামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০২:৪৭ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত ২৩ আগস্ট এক দিনে ১৭১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (২৪ আগস্ট)  ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান। 

তিনি বলেন, অভিযানের সময় ২৯৮টি গাড়ি ডাম্পিং ও ১২৩টি গাড়ি রেকার করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।