বিনিয়োগকারীদের লক্ষ্য করে প্রতারণায় জড়িত নারায়ণগঞ্জভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপকে গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন থেকে তিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা প্রতারক চক্র থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানান।
আসাদুর রহমান বলেন, ‘স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ারবাজারে লেনদেন করার কোনো সুযোগ নেই। তাই কারো প্রলোভনে পড়ে অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য সাবইকে অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘একটি চক্র হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও উভয় স্টক এক্সচেঞ্জের লোগো ও ঠিকানা ব্যবহার করছেÑ যা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।’
চক্রটি দ্রুত মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে করে অনেকে প্রতারিত হচ্ছেন। এ প্রতারণা রোধে খিলক্ষেত থানায় গত ৩ আগস্ট অভিযোগ করা হয়। এ ছাড়া সচেতন করার জন্য সব স্টেকহোল্ডারকে এবং ডিএসই ভবনে সব অফিসকে চিঠি দেওয়া হয়েছে।’
আসাদুর বলেন, ‘শেয়ারবাজারে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এর মধ্যে প্রতারক চক্রের কারণে শেয়ারবাজারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রতারক চক্রকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। বিনিয়োগকারীদের এ ধরনের লেনদেন করার আগে ডিএসই, সিএসই ও বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার অনুরোধ করছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন