ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:৪৯ এএম
মহাসমাবেশ। ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে আগত শিক্ষকরা এতে অংশ নিচ্ছেন।

এই মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরেই ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় তারা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন হয়েছে, অথচ আমাদের দাবি উপেক্ষিতই রয়ে গেছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করছি।’

তিনি আরও জানান, ‘কর্মসূচিকে ঘিরে কিছু সমস্যা তৈরি হলেও তা সমাধান করা হয়েছে। অনেক শিক্ষকের শহীদ মিনারে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তবে প্রশাসনকে জানিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’

শিক্ষকদের প্রধান দাবিসমূহ-

১. প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণ।

২. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।

৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও জটিলতামুক্ত করা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কনসালটেশন কমিটি সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ করে।

অন্যদিকে, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এতে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট হয়ে পুনরায় আন্দোলনে সক্রিয় হন এবং দ্রুত ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।