দক্ষ জনবল সংকটে মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উন্নত চিকিৎসার জন্য অনেক মানুষ বিদেশে যাচ্ছেন এবং এতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অথচ হওয়া উচিত ছিল বাংলাদেশেই এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা, যাতে মানুষ দেশেই চিকিৎসা নিতে আগ্রহী হয়।
তিনি বলেন, আমাদের দেশে বড় বড় হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামো রয়েছে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই। চিকিৎসক আছে, নার্স নেই। ফলে দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের উন্নয়নে শুধু অবকাঠামো তৈরি করলেই কাজ হবে না, জনবল ও ব্যবস্থাপনার সমন্বয় নিশ্চিত করাও জরুরি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে যারা বিনিয়োগ করেন, তারা সাধারণ মানুষের জন্য কম মূল্যের ক্লিনিক তৈরি করতে পারেন। সরকারি-বেসরকারি বিনিয়োগের সমন্বয় স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করবে। দেশের অনেক বড় সরকারি স্বাস্থ্য অবকাঠামো বর্তমানে অপ্রয়োজনীয়ভাবে অক্রিয় অবস্থায় আছে। এগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন আরও বিস্তৃত করা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে, যা সঠিক নয়। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে দেশেই চিকিৎসা নিতে আগ্রহী করতে হবে। এর ফলে শুধু মানুষের সুবিধাই হবে না, দেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাতও শক্তিশালী হবে। বাংলাদেশে স্বাস্থ্য খাতকে শক্তিশালী ও সেবামুখী করে দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি সমন্বয়, দক্ষ জনবল নিশ্চিত করা এবং মানসম্মত কম মূল্যের ক্লিনিক তৈরি করা একান্ত জরুরি।