শাপলা চত্বরের শহিদদের স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত শুক্রবার রাতে ঢাকার ধূপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন্নবী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসেছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘নির্বাচনফির্বাচন অনেক পরের কাহিনি, কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহিদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিতে। চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধা যে জন্য রক্ত দিয়েছিলেন, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে।’
বাহাত্তর আর চব্বিশের সংঘাতে আপস করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন, ‘চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহিদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আরেকবার অজু করা দরকার। আমরা জীবন দেব, রক্ত দেব; কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না।’
এ সময় মামুনুল হক হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহিদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহিদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে, শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম অথবা কেউ যদি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুঁড়িয়ে দেব।