রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিআইডি। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ, রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম, মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, কেআইবি ও শি-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিংয়ের ওবিটি অ্যান্ড এসটিএম সদস্য ইসা আহমেদ, মোহাম্মদপুর থানাধীন ৩২নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. এরশাদুল কবির আবিদ।