চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যে অচলাবস্থা চলছে, শিগগিরই সে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোয় যে অচলাবস্থা চলছে, তা দুঃখজনক। এ জন্য মন্ত্রণালয়ও উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এ সমস্যা সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কত অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। আমরা মন্ত্রণালয় অবহিত রয়েছি। আর এ জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে এটা মনে করি, যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা জানি, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। দ্রুতই সমাধান হবে। আশা করি, বিভিন্ন পার্টি একে-অপরকে বুঝে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে আসতে পারবে। এটা যত দ্রুত হবে, ততই মঙ্গলকর।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রাখছে উল্লেখ্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘কোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে তা দেওয়া হবে। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছিÑ ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে যেতে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন